Home দেশের খবর Ram Navami 2024: অভিষেকের পর রামলালার প্রথম জন্মদিন, অযোধ্যায় যাচ্ছে ১ লক্ষ কিলো লাড্ডু…

Ram Navami 2024: অভিষেকের পর রামলালার প্রথম জন্মদিন, অযোধ্যায় যাচ্ছে ১ লক্ষ কিলো লাড্ডু…

0
Ram Navami 2024: অভিষেকের পর রামলালার প্রথম জন্মদিন, অযোধ্যায় যাচ্ছে ১ লক্ষ কিলো লাড্ডু…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাত পোহালেই রামনবমী। ইতোমধ্যেই অপূর্ব আলোকসজ্জায় সেজে উঠেছে অযোধ্যার রামমন্দির। গত জানুয়ারিতেই রামলালার প্রাণপ্রতিষ্ঠা করা হয়। তারপর থেকেই আসন্ন রামনবমী নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে। চৈত্র নবরাত্রি নিয়ে সারা দেশে তৈরি হয়েছে উৎসবের আবহ। মেতে উঠেছেন ভক্তেরা। 

রামনবমী সাধারণত চৈত্র নবরাত্রির নবম দিনে পড়ে। নবমীতে জন্মগ্রহণ করেছিলেন শ্রীরাম। এইদিন রামনবমী হিসাবে উদযাপন করা হয়। সারা দেশে দিনটিতে রামচন্দ্রের পুজো হয়। এবছর অযোধ্যার রাম মন্দিরে উদযাপনের প্রস্তুতি পুরোদমে চলছে। আশা করা হচ্ছে, এইদিন হাজার হাজার ভক্তরা ভগবান রামকে পুজো দেওয়ার জন্য মন্দির…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here