Home স্থানীয় খবর Krishnanagar to Amghata Rail Line: CRS অনুমোদন পেল কৃষ্ণনগর-আমঘাটা লাইন! কবে ট্রেন ছুটবে? আর কতদূরে নবদ্বীপ?

Krishnanagar to Amghata Rail Line: CRS অনুমোদন পেল কৃষ্ণনগর-আমঘাটা লাইন! কবে ট্রেন ছুটবে? আর কতদূরে নবদ্বীপ?

0
Krishnanagar to Amghata Rail Line: CRS অনুমোদন পেল কৃষ্ণনগর-আমঘাটা লাইন! কবে ট্রেন ছুটবে? আর কতদূরে নবদ্বীপ?

‘পরীক্ষা’-র পরদিনই ‘রেজাল্ট’ পেয়ে গেল কৃষ্ণনগর-আমঘাটা লাইন। আর তাতে ভালোভাবে ‘পাশ’-ও করে গেল। অর্থাৎ পরিদর্শনের পরদিনই কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমোদন পেয়ে গেল কৃষ্ণনগর-আমঘাটা লাইন। যে লাইনের মাধ্যমে ভবিষ্যতে কৃষ্ণনগর এবং নবদ্বীপধামকে জুড়ে ফেলার পরিকল্পনা রয়েছে ভারতীয় রেলের। তবে আমঘাটা থেকে নবদ্বীপঘাট পর্যন্ত অংশের কাজ কবে শেষ হবে, তা এখনও স্পষ্ট নয়। জমিজটের কারণে দীর্ঘদিন ওই অংশের কাজ থমকে ছিল। সেই বাধা কাটিয়ে কবে থেকে ব্রডগেজ লাইন ধরে কৃষ্ণনগর থেকে নবদ্বীপঘাট পর্যন্ত ট্রেন ছুটবে, তা স্পষ্ট নয়।

এমনিতে একটা সময় ন্যারোগেজ লাইন দিয়ে শান্তিপুর-নবদ্বীপঘাট (ভায়া কৃষ্ণনগর) ট্রেন চলাচল করত। বছরকয়েক আগেও সেই ট্রেনের পরিষেবা চালু ছিল। তারইমধ্যে ২০১০ সালে কৃষ্ণনগর থেকে…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here