Home বিদেশের খবর শুল্ক প্রত্যাহারসহ চার দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

শুল্ক প্রত্যাহারসহ চার দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

0
শুল্ক প্রত্যাহারসহ চার দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

রংপুরে বিড়ি শিল্পে শুল্ক ও অগ্রিম আয়কর প্রত্যাহারসহ চার দাবিতে মানববন্ধন করেছে শ্রমিকরা। বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে জেলার সুরভি উদ্যানের সামনে এ কর্মসূচি পালিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন শ্রমিকরা।

শ্রমিকদের দাবিগুলো হলো- বঙ্গবন্ধুর আমলে বিড়ি শিল্পে কোনো শুল্ক ছিল না, তাই বর্তমানে বিড়ি শিল্পের ওপরে কোনো শুল্ক না রাখা, অগ্রিম আয়কর প্রত্যাহার করা, বিদেশি কোম্পানির নিম্নস্তরের সিগারেট বন্ধ করা এবং বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা।

মানববন্ধনে বক্তারা বলেন, বিড়ি এ দেশের প্রাচীন একটি শিল্প। বৃহত্তর রংপুর অঞ্চলে প্রায় ২০০টি বিড়ি কারখানা রয়েছে। এসব কারখানায় এ অঞ্চলের হতদরিদ্র, স্বামী পরিত্যক্তা, বন্যা কবলিত মানুষ হাজার হাজার শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here