Home স্থানীয় খবর রাজ্যে BJP ৩৬টা আসন পেলে ৬ মাসে রাজ্য সরকারকে বঙ্গোপসাগরে বিসর্জন দেব: শুভেন্দু

রাজ্যে BJP ৩৬টা আসন পেলে ৬ মাসে রাজ্য সরকারকে বঙ্গোপসাগরে বিসর্জন দেব: শুভেন্দু

0
রাজ্যে BJP ৩৬টা আসন পেলে ৬ মাসে রাজ্য সরকারকে বঙ্গোপসাগরে বিসর্জন দেব: শুভেন্দু

লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপি ৩৬টি আসন পেলে ৬ মাসের মধ্যে তৃণমূল সরকারকে বঙ্গোপসাগরে ফেলে দেবেন তিনি। বৃহস্পতিবার যাদবপুর কেন্দ্রের রানিকুঠিতে নির্বাচনী সভায় এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ২০২১ সালে তৃণমূল সরকারকে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় এনেছে সিপিএম।

আরও পড়ুন: ব্যক্তি মমতা নন, তাঁর রাজনীতিকে বোঝাতে চেয়েছি, ‘মৃত্যুকামনা’ প্রসঙ্গে অভিজিৎ

শুভেন্দুবাবু বলেন, ‘সিপিএমের কাজটা কী বলুন তো? ২১ সালে এই যে চোরেদের দল, চোরেদের সরকার, অত্যাচারী সরকার, নারী নির্যাতনকারী সরকার, সর্বত্র লুঠ করা সরকার, এই সরকারটা আনার পিছনে সিপিএমের সব থেকে বেশি অবদান ছিল। এরা ২১এর ভোটে কী বলেছে? এই যাদবপুরের খেঁকশিয়াল না নকশাল। এই সেকু আর মাকুরা মিলে সব সভাতে…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here