Home দেশের খবর প্রথমবার পিরিয়ডের রক্ত দেখে কঠিন রোগ ভেবে চরম সিদ্ধান্ত কিশোরীর!

প্রথমবার পিরিয়ডের রক্ত দেখে কঠিন রোগ ভেবে চরম সিদ্ধান্ত কিশোরীর!

0
প্রথমবার পিরিয়ডের রক্ত দেখে কঠিন রোগ ভেবে চরম সিদ্ধান্ত কিশোরীর!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রথমবার পিরিয়ড হয়েছে। এদিকে পিরিয়ড কী, কেন হয়? পিরিয়ড সম্পর্কে কোনও ধারণা-ই ছিল না কিশোরীর। ভয় পেয়ে কিশোরী নিল চরম পদক্ষেপ!

শরীর থেকে রক্ত বেরচ্ছে। সঙ্গে পেটে অসহ্য যন্ত্রণা। কিন্তু কেন এমন হচ্ছে? এটা কি কোনও বড় রোগ? কীভাবে এই রোগ হল? নাম কী এই রোগের? এই সাত পাঁচ ভাবতে ভাবতে প্রথমবার পিরিয়ডের রক্ত দেখে ঘাবড়ে যায় ১৪ বছর বয়সী এক কিশোরী। ভয়ের চোটে শেষমেশ আত্মঘাতী হয় বছর ১৪-র ওই কিশোরী। মর্মান্তিক এই ঘটনাটি মুম্বইয়ের। 

জানা গিয়েছে, মুম্বইয়ের মালওয়ানি এলাকার বাসিন্দা ওই কিশোরীর গত মঙ্গলবার রাতে প্রথমবার পিরিয়ড হয়। সেদিন বাড়িতে কেউ ছিল না। ওদিকে পিরিয়ড…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here