Home বিদেশের খবর প্রতিদিন ৩০০ অসহায়ের জন্য বাহারি ইফতার

প্রতিদিন ৩০০ অসহায়ের জন্য বাহারি ইফতার

0
প্রতিদিন ৩০০ অসহায়ের জন্য বাহারি ইফতার

রাস্তায় দীর্ঘ সারি। বিছানো চটে বসা বিভিন্ন বয়সী নারী-পুরুষ। সবার মুখে ক্লান্তির ছাপ। অপেক্ষমাণ তারা। ইফতারের ঠিক আগে এমনই দৃশ্য চোখে পড়লো সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশনে।

প্রথম রমজান থেকেই ৩০০ ছিন্নমূলকে প্রতিদিন বিনামূল্যে ইফতার করাচ্ছে ‘মানব সেবায় স্বপ্ন গ্রুপ’ নামের সংগঠনটি। বিনামূল্যে এ ইফতার পেয়ে খুশি ছিন্নমূল মানুষ, রিকশাশ্রমিক, ক্ষুধার্ত নারী-পুরুষ ও শিশুরা।

প্রতিদিন ৩০০ অসহায়ের জন্য বাহারি ইফতার

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও জেলা পুলিশের বিশেষ শাখার সদস্য শামীম রেজা জাগো নিউজকে বলেন, সিরাজগঞ্জ শহরের সবচেয়ে জনবহুল স্থান বাজার স্টেশন। এখান দিয়ে ইফতারের সময় অনেক মানুষ যাতায়াত করেন। আমরা মূলত ছিন্নমূল মানুষদের কথা বিবেচনা করে ফেসবুক থেকে সংগ্রহ করা অর্থে এ ইফতারের আয়োজন করি। এতে প্রতিদিন শুধু ছিন্নমূলরা না; রিকশাচালক, পথচারী, ভিক্ষুক, অসহায় ও…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here