Home বিদেশের খবর ধর্মীয় সম্প্রীতি বজায় রাখুন শ্রদ্ধায়

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখুন শ্রদ্ধায়

0
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখুন শ্রদ্ধায়

‘অসাম্প্রদায়িক’ এবং ‘সাম্প্রদায়িক’ শব্দটি বিংশশতাব্দীতে এসে বহুল প্রচলিত শব্দ হিসেবে প্রচারিত। স্বাধীনতা পূর্ববর্তী বা পরবর্তীতে এ শব্দ দুটির সাথে সাধারণ মানুষের এত বেশি সখ্য ছিল না। মানুষ খুব বেশি ধর্ম ভীরু ছিল তখনকার দিনে। ধর্ম পালন করা হতো ঘরে ঘরে। তখন মানুষ অনুশাসিত হতো ধর্ম এবং সামাজিক আচার-ব্যবহারের অনুশাসনে।

সমাজের মানুষ শিক্ষিত ছিল কম, কিন্তু শিক্ষা ছিল ব্যাপক। প্রতিটি বাড়িতে একজন করে মোড়ল বা মাতুব্বর বা অভিভাবক থাকতেন। পরিবারের বাইরে কোনো শাসন, পরামর্শ বা উপদেশ নিতে যেমন তাঁর কাছে যেত। তেমনি তিনিও বাড়ির সকল পরিবারের সদস্যদের জন্য একটি অলিখিত নিয়ম জারি করে দিতেন। ঠিক তেমনি বাড়ির বাইরে গ্রামে থাকতেন গ্রাম প্রধান বা চেয়ারম্যান।

আদালতের আইন বা সংবিধানিক আইন সম্পর্কে সাধারণ মানুষের ধারণা কম ছিল।…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here