Home বিদেশের খবর উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন

উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন

0
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন

গত এক দশকেও এমন উৎসবমুখর সময় আসেনি এন্টারটেইনমেন্ট অঙ্গনে, যেমনটা এলো এবার। সিনেমা, নাটক আর গানে যেন পূর্ণতা পেলো ঈদ ও পহেলা বৈশাখের সব আয়োজন। সর্বোচ্চ ১১ সিনেমা মুক্তি, শতাধিক বিশেষ নাটক আর টিভি আয়োজনে যেন টইটুম্বুর।

ঠিক এমন উৎসবমুখর সময়ে অনেকটা বিষাদের ছায়া নেমে এলো একটি ঈদ নাটক ঘিরে। নাম ‘রূপান্তর’। সময়ের অন্যতম সফল নির্মাতা রাফাত মজুমদার রিংকু বানিয়েছেন বিশেষ এই নাটক। নীহার আহমেদের চিত্রনাট্যে যার প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। সদ্য ইউটিউবে মুক্ত হওয়া এই নাটকটি নিয়ে ১৬ এপ্রিল সকাল থেকে অন্তর্জালে চলছে তুলকালাম। দিনজুড়ে অন্তত শতাধিক পোস্ট ও লাখ প্রতিক্রিয়া মিলছে নাটকটির বিরুদ্ধে। বয়কটের ডাক এসেছে এর অভিনেতা জোভান ও স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটনের বিরুদ্ধেও।

এর মধ্যে ইউটিউব থেকে তুলে…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here